Breaking
17 Dec 2025, Wed

আগামী সপ্তাহে ইস্তাহার প্রকাশ করবে বিজেপি, থাকবে ৫ বছরের রিপোর্ট কার্ডও

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ইস্তাহারে শুধুই নতুন ঘোষণা নয়, থাকবে গত পাঁচ বছরের রিপোর্ট কার্ড। আর কয়েকদিনের মধ্যেই বিজেপি নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে। সেখানে থাকবে এবার গ্রামীণ ভারতের জন্য একঝাঁক প্রকল্প। আর প্রধানত যুবসমাজের জন্য কর্মসংস্থানের বার্তা। এই দু’টি বিষয়কে সামনে রেখেই এবার নির্বাচনী প্রচারের রণকৌশল স্থির করা হয়েছে। আগামী সপ্তাহে বিজেপি প্রকাশ করবে ঩নির্বাচনী ইস্তাহার। ২০১৯ সালের ইস্তাহারের পাশাপাশি এবার একইসঙ্গে প্রকাশ করা হবে একটি রিপোর্ট কার্ড। সেখানে বলা হবে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছরে কী কী কাজ হয়েছে। ২০১৪ সালে বিজেপির নির্বাচনী ইস্তাহারে যেসব ঘোষণা করা হয়েছিল, সেগুলির কতটা বাস্তবায়িত হয়েছে। কারণ ওই বিষয়গুলি নিয়ে বিরোধীরা বিজেপিকে প্রচুর আক্রমণ করেছে। বিশেষ করে কালো টাকা ফেরত আনা, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া ইত্যাদি প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা হয়েছে। ইস্তাহারের সঙ্গে যে রিপোর্ট কার্ড দেওয়া হবে সেখানে বলা হবে, যেসব কথা ইস্তাহারে ঘোষণা করা হয়েছিল সেগুলির সিংহভাগই পূরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী কিংবা সরকার যে ঘোষণাগুলি করেছে, সেরকম প্রায় ৫২০টি পূরণ হয়েছে কিংবা পূরণপ্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপি সূত্রের দাবি, মুদ্রা যোজনা, উজ্জ্বলা যোজনা ইস্তাহারের অন্তর্গত ছিল না। কিন্তু এই প্রকল্পগুলি পরে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে এই রিপোর্ট কার্ডে থাকবে জিএসটি নিয়ে পৃথক কলাম। সেখানে কীভাবে জিএসটি প্রয়োগ করা হয়েছে এবং বিভিন্ন স্তরের কর কাঠামো বদলে গিয়ে আদতে ব্যবসায়ীদের সুবিধা হবে তার ব্যাখ্যাও থাকছে।

Developed by