Breaking
31 Dec 2025, Wed

অ্যাম্বুলেন্সকে ঘিরে বিক্ষোভ, দঃদিনাজপুরে পথেই মৃত্যু সদ্যোজাতের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:-অ্যাম্বুলেন্সকে ঘিরে ধরে বিক্ষোভের জেরেই জন্মের একটু পরেই মৃত্যু হল সদ্যোজাতর। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে। ঘটনায় মায়ের অবস্থাও আশঙ্কাজনক। গোলমালের সূত্রপাত একটি ছাগলকে নিয়ে। জানা গিয়েছে, ওই প্রসুতিকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাঁর বাড়ি যাওয়ার পথে একটি ছাগলকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। সামান্য জখম হয়েছে পোষ্যটি। তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে দলবল নিয়ে প্রসুতিকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটিকে ঘিরে ধরে ছাগলটির মালিক। এমনকি, প্রসুতির অবস্থা সংকটজনক জেনেও নির্মমভাবে পথ ছাড়তে চায়নি তারা। অবশেষে অনেক অনুনয়-বিনয়ের পর তারা পথ ছাড়ে। এই গোলমালের জেরে অনেকটা দেরি হয়ে যায়। হাসপাতাল পৌঁছাবার আগে পথেই সন্তান প্রসব করেন ওই মহিলা। কিন্তু শিশুটির অবস্থা সংকটজনক হওয়ায় জন্মের একটু পরেই তার মৃত্যু হয়। পাশাপাশি মায়ের অবস্থাও আশঙ্কাজনক। ছাগল মালিকের এ হেন অমানবিক আচরণে গ্রামজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Developed by