Breaking
18 Dec 2025, Thu

অশোকনগর সব্দালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধারে চাঞ্চল্য

বৃহস্পতিবার সকালে হাসপাতালে এক হাসপাতাল কর্মী মহিলা ওয়ার্ড এর বাইরের দিকে দেখতে পায় একটি সাপ তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বনদপ্তর কর্মীদের পরবর্তীতে বনদপ্তর এর কর্মীরা এসে উদ্ধার করে। বনদপ্তর এর কর্মীরা জানিয়েছেন শীতের সময় গরম অনুভুতি নেওয়ার জন্য চন্দ্রবোড়া সাপ বাইরে বেরিয়ে আসে পাশাপাশি ধানের জমি থাকাতে সেখান থেকে আসতে পারে। একটি সাপ উদ্ধার হয়েছে আরও সাপ থাকতে পারে এমনটা জানিয়েছে বনদপ্তর এর কর্মীরা। চন্দ্রবোড়া সাপ কতটা বিষধর তা এদিন সাপ ধরতে আসা বন দপ্তরের কর্মীরা রোগীর আত্মীয় এবং হাসপাতাল কর্মীদের বোঝান । হাসপাতাল চত্বরে সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে রোগীর আত্মীয় থেকে হাসপাতাল কর্মীরা। সাপ ধরে নিয়ে যাওয়ায় কিছুটা স্বস্তিতে

Developed by