Breaking
19 Dec 2025, Fri

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে মাথাভাঙ্গায় ধিক্কার মিছিল তৃণমূলের

জেএনএফ ওয়েব ডেস্ক:- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় মাথাভাঙ্গায় বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। অভিযোগ, ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপির তরফে হামলা করা হয়েছে। এই হামলার প্রতিবাদ জানিয়ে এদিন মাথাভাঙ্গা শহরে ছাট খাটের বাড়ি এলাকা থেকে মিছিল বের করে গোটা শহর পরিক্রমা করে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষ করেন। এদিনের ওই মিছিলে উপস্থিত ছিলেন বাবলু বর্মন, ফটিক দাস, সোদন দাস, রঞ্জিত বর্মন সহ তৃণমূলের অন্যান্য কর্মীরা।
এদিন এবিষয়ে তৃনমূল নেতা সোদন দাস বলেন, অভিষেক ব্যানার্জি যখন ত্রিপুরায় ত্রিপুরেশরি মন্দিরে পুজো দিয়ে তার গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলেন তখন তার গাড়ির উপর অতর্কিত বিজেপির হার্মাদ বাহিনীরা আক্রমণ করে, গাড়ি ভেঙে দেওয়া হয় তাকে প্রাণে মারার চক্রান্ত করে দুষ্কৃতিরা। আমরা এর তীব্র বিরোধিতা করছি। যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেফতার করছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। তারা দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Developed by