Breaking
24 Jan 2026, Sat

অভিষেকের জনজোয়ার সুনামিতে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাবে বললেন সাংসদ অর্জুন সিং

ব্যারাকপুর : পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে উত্তরবঙ্গ থেকে জনজোয়ার যাত্রার সূচনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। শনিবার বিকেলে নদীয়া থেকে সেই জনজোয়ার যাত্রা এসে পৌঁছল উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি বিধানসভা কেন্দ্রের কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁপা মোড়ে। সেখানে তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, সাংসদ অর্জুন সিং ও সৌগত রায়, দমদম-ব্যারাকপুর জেলার সভাপতি তাপস রায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানাতে কাঁপা মোড়ে রাস্তার দু-ধার দিয়ে হাজার হাজার মানুষ হাজির হয়েছিলেন। অভিষেক কখনও গাড়ির মাথায় বসে, আবার কখনও দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বলেন, “জনজোয়ার এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জনজোয়ার সুনামিতে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাবে”।

Developed by