Breaking
10 Dec 2025, Wed

অবৈধ কেরোসিন তেলের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনায় মৃত ১

অবৈধ কেরোসিন তেলের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনায় মৃত্যু হয়েছে 1 জনের। রবিবার দুপুরে ভয়াবহ ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার কাঠালবেরিয়া যুগণিতলা এলাকায়। সূত্রের খবর, কাঠালবেরিয়া যুগণিতলা এলাকার বাসিন্দা অমর সরকার নামে এক ব্যাক্তি গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে কেরোসিন তেল সংগ্রহ করে তার বাড়িতে মজুত করে বিক্রি করতো। অভিযোগ, সেই কেরসিনের গোডাউনেই রবিবার দুপুরে হটাৎ আগুন লেগে যায়। পরে ঘটনাস্থলে দমকলের 3 টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় রণজিৎ বৈরাগী নামের ওই গোডাউনের এক কর্মীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ইলেক্ট্রিকের শর্টসার্কিট থেকেই এই দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া পুলিশ।

Developed by