Breaking
16 Dec 2025, Tue

অদৃশ্য ‘হাতের’ খেলায় শীতল পানীয় জল থেকে বঞ্চিত কলেজ মোড়ের পথ চলতি মানুষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অদৃশ্য ‘হাতের’ খেলায় শীতল পানীয় জল থেকে বঞ্চিত ছিমছাম মোড়ের পথ চলতি মানুষ। ঝাড়গাম পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় বাস স্ট্যান্ড রয়েছে। সেখানে পানীয় জলের জন্য পরিকাঠামো তৈরি হয়ে রয়েছে এবং পানীয় জলের সব মেশিনও নতুন পড়ে রয়েছে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে। এছাড়াও পানীয় জলের সরবরাহ এক সরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি দেবেন বলে জানিয়েছেন। কিন্তু দোকানদাররা এবং স্থানীয় মানুষজনের বক্তব্য গত পাঁচ মাস ধরে কেন চালু করা গেল না পানীয় জলের কল ?

অভিযোগ,’কোন এক অদৃশ্য হাতের খেলায় বন্ধ রয়েছে সাধারণ মানুষের নূন্যতম পানীয় জলের পরিষেবা।’
দাবি, জেলা প্রশাসন হস্তক্ষেপ করে পানীয় জলের সমস্যা মেটাক।

Developed by