Breaking
8 Dec 2025, Mon

অকাল ঝড়ে উড়ল টিন !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার পাঁচটা নাগাদ ঝাড়গ্রামের আকাশে কালো মেঘ ঘনিয়ে এল। তারপরেই শুরু হল বাতাসের তাণ্ডব। একের পর এক ঘরের টিন, খড়ের চাল উড়িয়ে নিয়ে চলে গেল প্রচন্ড বাতাসে। সঙ্গে বজ্রপাতের আওয়াজ। এখনও শুরু হয়নি বৃষ্টি।

Developed by