Breaking
13 Dec 2025, Sat

অকালেই প্রয়াত বিখ্যাত অভিনেত্রী!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ৫৭ বছর বয়সে আজ, সোমবার প্রয়াত হলেন বিখ্যাত হলিউড অভিনেত্রী কেলি প্রেটসন। স্তন ক্যান্সারের মতো মারণ রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। হলিউডে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ‘জেরি মাগুইরে’ ছবিতে টম ক্রুজের সঙ্গে তাঁর অভিনয় আজও সকলের মনে আছে। আজ কেলির মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর স্বামী জন ট্রাভোলটা। জন নিজেও হলিউডের একজন তারকা অভিনেতা। প্রসঙ্গত, কেলির মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া।

Developed by